FOA - Features of Anxiety
উদ্বেগের বৈশিষ্ট্য সমূহ

Emotional Indicators (আবেগিক সূচক)

Seems worried frequently.
ঘন ঘন চিন্তিত মনে হয়।
Gets nervous easily.
সহজেই নার্ভাস হয়ে যায়।
Feels easily overwhelmed.
সহজেই অভিভূত বোধ করে।
Cries easily when stressed.
চাপের সময় সহজেই কাঁদে।
Shows sudden mood swings.
হঠাৎ মেজাজের পরিবর্তন দেখা দেয়।
Panics before tests.
পরীক্ষার আগে আতঙ্কিত হয়।
Feels anxious about homework.
হোমওয়ার্ক নিয়ে উদ্বিগ্ন বোধ করে।
Expresses fear of failure.
ব্যর্থতার ভয় প্রকাশ করে।
Appears low in self-esteem.
আত্মসম্মানে ঘাটতি দেখা দেয়।
Becomes upset over small issues.
ছোট ছোট বিষয় নিয়ে বিচলিত হয়ে পড়ে।

Social Withdrawal (সামাজিক প্রত্যাহার)

Feels shy in groups.
দলবদ্ধভাবে লজ্জা বোধ করে।
Avoids eye contact.
চোখের যোগাযোগ এড়িয়ে চলে।
Feels uncomfortable in crowds.
ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করে।
Speaks very softly in class.
ক্লাসে খুব নরমভাবে কথা বলে।
Avoids answering questions.
প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে চলে।
Feels nervous when called upon.
ডাক পড়লে নার্ভাস বোধ করে।
Appears withdrawn at times.
মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নেয়।
Becomes quiet in new settings.
নতুন পরিবেশে চুপচাপ হয়ে যায়।
Prefers to sit alone.
একা বসে থাকতে পছন্দ করে।
Tends to hide from group tasks.
দলগত কাজ থেকে আড়াল হতে থাকে।

Cognitive and Focus Issues (জ্ঞানীয় ও মনোযোগ সমস্যা)

Finds it hard to focus.
মনোযোগ দিতে কষ্ট হয়।
Easily distracted by worries.
উদ্বেগের কারণে সহজেই বিভ্রান্ত হয়।
Overthinks simple tasks.
সহজ কাজগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করে।
Shows lack of confidence.
আত্মবিশ্বাসের অভাব দেখায়।
Seems unsure of own answers.
নিজের উত্তর সম্পর্কে অনিশ্চিত মনে হয়।
Hesitant to share opinions.
মতামত জানাতে দ্বিধা করে।
Needs constant reassurance.
ক্রমাগত আশ্বাসের প্রয়োজন হয়।
Needs help to start work.
কাজ শুরু করার জন্য সাহায্যের প্রয়োজন।
Worries about peer opinion.
সহকর্মীদের মতামত নিয়ে চিন্তিত।
Fears making mistakes.
ভুল করতে ভয় পায়।

Physical and Behavioral Signs (শারীরিক ও আচরণগত লক্ষণ)

Looks restless in class.
ক্লাসে অস্থির দেখায়।
Finds it hard to sit still.
স্থির হয়ে বসতে কষ্ট হয়।
Fidgets with hands often.
প্রায়শই হাত নাড়াচাড়া করে।
Looks tense during activities.
কার্যকলাপের সময় উত্তেজনাপূর্ণ দেখায়।
Shows hesitation to speak.
কথা বলতে দ্বিধা করে।
Often complains of stomach ache.
প্রায়শই পেট ব্যথার অভিযোগ করে।
Seems fearful of new tasks.
নতুন কাজ করতে ভয় পায়।
Over-apologizes for mistakes.
ভুলের জন্য অতিরিক্ত ক্ষমা চায়।
Finds it hard to handle pressure.
চাপ সামলাতে অসুবিধা হয়।
Shows nervousness during tasks.
কাজের সময় নার্ভাসনেস দেখায়।